রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উত্তরা পশ্চিম থানা পুলিশ আজ দুপুর ১২টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। এরা হলেন, তপন (৩৫) ও আবুল কাশেম (৪০)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল সংলগ্ন একটি রাস্তায় দু’টি প্রাইভেটকারে ছিনতাইকারীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করে এক পর্যায়ে উত্তরা কামারপাড়া এলাকায় পুলিশ তাদের ব্যারিকেড দেয়। এতে একটি প্রাইভেটকারে থাকা তিন ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি করলে তারা পায়ে গুলিবিদ্ধ হয়।
বিডি প্রতিদিন/১৪ জুন ২০১৭/হিমেল