চট্টগ্রামের পটিয়া থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পটিয়া থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। রাতে কোন এক সময় গাড়ি চাপা দিয়েছে ওই যুবককে। এতে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার