চট্টগ্রামে অস্ত্রসহ মীর হোসেন বাহার নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি করে রিভলবার ও ওয়ান শুটার এবং ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আজ বিকেলে জেলার মিরসরাই এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া বাহার মীরসরাইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
র্যাব-৭ কর্মকর্তা শাফায়েত ফাহিম বলেন, গোপন সংবাদের মিঠাছড়া এলাকা থেকে বাহারকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি অস্ত্র ও ওয়ান শুটার জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার