চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় কে এম নোমান (৫২) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে নগরীর ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নোমান নগরীর আকবরশাহ থানার গোয়ালপাড়া এলাকার খন্দকার জয়নাল আবেদিনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক আমির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইপিজেডে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন নোমান। রাত ১২টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৭/এনায়েত করিম