চট্টগ্রাম মহানগরীর হালিশহরের বড়পোল মোড়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা আনিকা চক্রবর্তীর (৬৩) মৃত্যু হয়। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আনিকা দক্ষিণ-মধ্যম হালিশহর এলাকার রাসেল চক্রবর্তীর স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির বলেন, বড়পোল মোড়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আনিকা চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার