তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শিশু অধিকার রক্ষা করতে চাইলে শিশুশ্রম বন্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত ‘হালকা কাজ কিংবা ভারী কাজের বিষয়ে সুরাহা হবে না, ততক্ষণ পর্যন্ত শিশুশ্রম বন্ধ করা যাবে না।
হাসানুল হক ইনু বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিশুশ্রম নিরসনে গণমাধ্যমের সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। বিশিষ অতিথি ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ডেপুটি ডিরেক্টর ড. মাহফুজুর রহমান ভূইয়া, বেসরকারি টেলিভিশন ‘৭১’র পরিচালক (বার্তা) সৈয়দ ইশতিয়াক রেজা, উন্নয়ন সংস্থা সিএসআইডি’র প্রকল্প ব্যবস্থাপক আকরাম হোসেন ও ওয়ার্ল্ড ভিশনের তানজিনা আকতার।
তথ্যমন্ত্রী বলেন, সমৃদ্ধ রাষ্ট্র গড়তে হলে শিশুশ্রম নিরসন, বাল্যবিয়ে রোধ, প্রত্যেক শিশুকে বিদ্যালয়ে পাঠানো এবং যৌতুক বন্ধ করার কোন বিকল্প নেই।