রাজধানীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের বাসে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র বলেন, ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত এক পুরুষ মারা যান।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পলাশ চন্দ্র।
যাত্রাবাড়ী থানার ওসি (অপারেশন) রাহাত খান বলেন, নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/এনায়েত করিম