রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, কারওয়ানবাজার এফডিসি সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ব্যক্তির পরনে গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/এনায়েত করিম