বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর বিমানবন্দর মোড়ে একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী বিয়ার ও মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানে থাকা দুই যুবককে পুলিশ আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে নগরীর বিমানবন্দর থানার এসআই ফকরউদ্দিনের নেতৃত্বে বিমানবন্দর মোড়ে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলো টাঙ্গাইলের মো. ফরহাদ সরদার (২০) এবং সালমান মিয়া (২১)। তারা ঢাকায় বসবাস করে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বিদেশি বিয়ার ও মদ সরবরাহ করে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ বিমানবন্দর মোড়ে একটি চেকপোস্ট স্থাপন করে। ভোর সাড়ে ৪টার দিকে একটি সন্দেহভাজন মিনি কাভার্ডভ্যান থামিয়ে সেটি তল্লাশি করে ৭০০ ক্যান বিদেশী বিয়ার এবং ১৩০ বোতল মদ উদ্ধার এবং দুই জনকে আটক করে পুলিশ।
উদ্ধারকৃত বিয়ার ও মদ বরিশালের একটি বারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো বলে আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে আটক দুই জনকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন।
বিডি প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ফারজানা