বিদ্যুৎ সংযোগের সাহায্যে পুকুরে মাছ ধরতে গিয়ে বরিশাল নগরীর খালেদাবাদ কলোনীর বাসিন্দা আনোয়ার হোসেনের (৪২) মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন রাজধানীর ডেমরা এলাকার শামসুল হকের ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে খালেদাবাদ কলেনীতে মাছের ব্যবসা করে আসছিলেন।
বরিশাল শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাশ রনবীর জানান, আনোয়ার হোসেন একটি লোহায় বিদ্যুৎ সংযোগ দিয়ে বিশেষ ব্যবস্থায় পুকুরে মাছ ধরছিলেন। অসর্তকতাবশতঃ তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনার পথেই সে মারা যায়।
বিডি প্রতিদিন/১৬ জুন, ২০১৭/ফারজানা