বগুড়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বগুড়া সাংবাদিক ইউরিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জেএম রউফ।
বক্তরা বলেন, সব পেশাজীবীর বেতন-ভাতা বৃদ্ধি পেলেও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধি পায়নি। বক্তারা নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের দীর্ঘদিনের এ দাবি পুরণ করবেন বলে বিশ্বাস করি।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/হিমেল