বরিশালের সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। শুক্রবার বিকেলে নগরীর পুলিশ লাইনস রোডের দি রিভার ক্যাফে রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে অ্যাডভোকেট শিরিন চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের প্রতি সহানুভূতি জানান।
এসময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী দিনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিরিন।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল ও অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক দুই সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও লিটন বাশার, আকতার ফারুক শাহীন, সাইফুর রহমান মিরন, বর্তমান সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এবং সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী মিরাজ বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/হিমেল