চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় ও রাউজানে স্বজনহারা এবং বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। পাহার ধস ও বন্যা পরবর্তীতে নিজ নিজ এলাকার সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোসহ নিয়মিত খবরাখবরও নিচ্ছেন এ দুই নেতা। শুক্রবারও এলাকায় পরির্দশন করেন তারা।
রাঙ্গুনীয়াতে স্বরণকালের ভয়াবহতম পাহাড় ধস এবং ঢলে স্বজনহারা মানুষ এবং দুর্গত জনগণের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণির মানুষও। তবে চট্টগ্রামে এমন মর্মান্তিক ঘটনার পর জেলা পুলিশ, রাউজান থানা আওয়ামী লীগসহ একাধিক ইফতার পার্টিও স্থগিত করা হয়েছে। তাদের এসব ইফতারের টাকা অসহায় সেই মানুষগুলোর মাঝে দেয়ার জন্যও উদ্যোগ নিয়েছেন নিজ নিজ এলাকাসহ বাইরের বিত্তশালী ব্যক্তিরা। দুই উপজেলা রাঙ্গুনীয় ও রাউজানের স্থানীয় এমপিরা এলাকাগুলো পরিদর্শনের সময় স্বজনহারা মানুষ ও দুর্গত মানুষের হাতে তুলে দেন নগদ অর্থসহ ত্রাণসামগ্রী।
ড. হাছান মাহমুদ বলেন, পাহাড়ধসের ঘটনা ঘটার সাথে সাথেই রাঙ্গুনীয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ান। শুরু থেকেই উদ্ধার তৎপরতায় সরাসরি অংশ নিয়ে এবং মানুষকে সব রকম সাহায্য সহযোগিতা দিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রাঙ্গুনীয়ায় এমন একটি প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা দুর্গত স্বজনহারা মানুষের পাশে নেই এবং অতীতেও ছিল না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকলেও তিনি বিদেশ থেকে সার্বক্ষণিক দুর্গত মানুষের খোঁজ রাখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতারা দুর্গত এলাকায় গিয়ে সব রকম ত্রাণ সহায়তা দিচ্ছেন। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে রয়েছে এবং সব সময়ই পাশে থাকবে।
এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, আমাকে রাউজানবাসির সাধারণ মানুষের পাশে থাকার জন্য ভোট দিয়েছেন। চেষ্টা করছি জনগণের পাশে থেকেই উন্নয়নসহ সকল প্রকার কাজ করে এগিয়ে যাওয়ার জন্য। সেই ধারাবাহিকতা এখনও অব্যাহত রেখেছি। এলাকার বন্যাকবলিত ও স্বজনহারা মানুষের প্রতিনিয়ত খবরাখবর নেয়া হচ্ছে। এলাকায় আওয়ামী লীগের ইফতার মাহফিলও স্থগিত করা হয়েছে।
রাঙ্গুনীয়া ও রাউজান উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ এবং দুর্গত এলাকা পরিদর্শনকালে উপজেলাগুলোতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৭/হিমেল