বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এক রোগী স্বজনরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ছিনতাইয়ের অভিযোগে হাসপাতালের তৃতীয় তলায় ওই যুবককে গনপিটুনি দিয়ে রোগীর স্বজনরা নিচে ফেলে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এ্যাম্বুলেন্স চালক আলাউদ্দিন খান।
নিহত যুবকের নাম নাসিরউদ্দিন (৩০)। সে বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর এলাকার আনসার উদ্দিনের ছেলে।
খবর পেয়ে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. আসাদুজ্জামান জানান, ওই যুবককে কোথায়, কারা মারধর করেছে, তাও নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা মোবাইল চুরির অভিযোগে তাকে গনপিটুনি দিয়ে হাসপাতাল চত্ত্বরে ফেলে রেখে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সে মারা যায়।
সহকারী কমিশনার আসাদ আরও জানান, ওই যুবক মোবাইল ছিনতাই করলেও তাকে পিটিয়ে হত্যা করা আইনত অন্যায়। তদন্ত করে অভিযুক্তদের খুঁজে বের করা হবে।
বিডি প্রতিদিন/১৭ জুন, ২০১৭/ফারজানা