পূর্ব বিরোধের জের ধরে বন্ধুর হাতে খুন হয়েছেন আরিফুল ইসলাম নামে এক পোশক শ্রমিক। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহত আরিফের এক সময়ের বন্ধু সাইফুল ইসলাম ও তার দুই সহযোগী মো. জাহাঙ্গীর এবং রাকিব নামে তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন বলেন, কিছু দিন আগে তর্কাতর্কির জেরে নিহত আরিফ ও সাইফুলের মধ্যে মারামারি হয়। এ ঘটনার পর সাইফুল দলবল নিয়ে শুক্রবার রাতে আরিফের ওপর হামলা করে। এসময় তারা আরিফকে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার