সাময়িক যান চলাচলের জন্য খুলে দেয়া আখতারুজ্জামান ফ্লাইওভার প্রতিদিন ১০ ঘন্টার জন্য বন্ধ থাকবে। চট্টগ্রামের বৃহৎ এ ফ্লাইওভারের অসম্পূর্ণ কাজ শেষ করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সিডিএ। আগামী এক মাসের মধ্যেই ফ্লাইওভারের কাজ শেষ করে পুরোদমে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এমনটাই আশা করছে সিডিএ।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, রমজানে যানজট থেকে লোকজনকে কিছুটা মুক্তি দিতে কাজ শেষ হওয়ার আগেই ফ্লাইওভারটি’র একটি লেইন খুলে দেয়া হয়। কাজের স্বার্থে প্রতিদিন রাত দশটা থেকে সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে। আশা করছি এক মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শেষ হবে। তখন পুরোদমে চালু করে দেয়া হবে ফ্লাইওভারটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার