টানা বৃষ্টিতে আবারও ডুবেছে সিলেট মহানগরী। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ে পানি। এতে ভোগান্তি পোহান নগরবাসী।
এর আগে, গত বুধবার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল সিলেট নগরী। এর ঠিক দু’দিন পর গতকাল আবারও টানা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। শনিবার সকাল থেকে মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। বৃষ্টির পানি নিষ্কাশিত হতে না পারায় সৃষ্টি হয় জলাবদ্ধতার। নগরীর হাউজিং এস্টেট, হাওয়াপাড়া, দাড়িয়াপাড়া, বারুতখানা, মির্জাজাঙ্গাল, সুবিদবাজার, পাঠানটুলা, লন্ডনী রোড, গুয়াবাড়ি, মিরাবাজার প্রভৃতি এলাকায় সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়ক ও গলিতে জমা বৃষ্টির পানি অনেকের বাসাবাড়িতেও ঢুকে পড়ে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
এদিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শনিবার জলাবদ্ধ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/১৭ জুন, ২০১৭/মাহবুব