চট্টগ্রামে মো. কামাল নামে এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কামালের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদ্বী এলাকায়। তিনি নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় বসবাস করতেন।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কামালের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের দুটি অংশের গুলির চিহ্ন রয়েছে। রাতে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কামালের স্ত্রী আনজুমান আরা বলেন, বৃহস্পতিবার রিক্সা চালানোর কথা বলে ঘর থেকে বের হয় কামাল। এরপর আর রাতে বাসায় ফেরেনি। পরে পুলিশ ফোন করে তার মৃত্যু খবর দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার