রাজধানীর খিলগাঁওয়ে আজ সন্ধ্যার দিকে সড়ক দুর্ঘটনায় আরমান (১০) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। নিহত আরমান কুমিল্লার হোমনা উপজেলার মহিষ মারি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। আরমান খিলগাঁও নন্দী পাড়া ২ নম্বর স্কুল রোড এলাকায় পরিবারের সঙ্গে থাকত। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করতো সে। দুর্ঘটনার পরে স্থানীয়রা সিএনজিসহ চালকে আটক করেছে।
জানা যায়, সন্ধ্যার দিকে বাসার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেকে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার