হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের সাড়ে ৫ কেজি স্বর্ণসহ আব্দুর রাজ্জাক নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
আজ সকালে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর (প্রিভেনটিভ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়ান এয়ারলাইন্সে শনিবার মধ্যরাত দেড়টার দিকে যাত্রী আব্দুর রাজ্জাক শাহজালালে অবতরণ করেন। এরপর গ্রিন চ্যানেল অতিক্রিম করার সময় তার কাছে কিছু আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগ স্ক্যান করলে তাতে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়। পরে হ্যান্ডব্যাগ থেকে ১ কেজি ওজনের ৫টি স্বর্ণের বার ও ১শ’ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। কাস্টমস আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া এর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৭/হিমেল