প্রাইভেটকারে ধাক্কা দেয়ার অভিযোগে রাজধানীর একটি ব্যস্ত সড়কে এক পাবলিক বাসচালকের সঙ্গে ক্ষমতার দাপট দেখানো সেই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক নন বলে জানা গেছে।
তবে, যদিও মুখে দাড়ি পঞ্চাশোর্ধ্ব ওই বাসচালককে নাজেহালের সময় শিক্ষক দাবি করা ওই ব্যক্তির গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছিল। সেদিন গাড়িতে শিক্ষক বসে আছে বলে হুমকি দিয়ে তিনি নিজেকেও একজন শিক্ষক বলে জাহির করেন। তখন তিনি নিজেকে ‘রাস্তার মাস্তান নন’ দাবি করে আরও বলেন, ‘রাস্তার মাস্তান না, আমরা ঢাকার মাস্তান'।
এদিকে, বাসচালককে নাজেহালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চারদিকে নিন্দার ঝড় ওঠে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ভাঙিয়ে এমন অপকর্ম ও দাম্ভিকতা দেখানোর জন্য তার শাস্তি দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
অন্যদিকে, কেউ কেউ বলছেন, ওই ব্যক্তি একজন শিক্ষক, তবে গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকলেও তিনি ঢাবি শিক্ষক নন, তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তবে সেটা কোন বিশ্ববিদ্যালয় তা নিশ্চিত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/মাহবুব