রাজশাহীতে অস্ত্র ও গুলিসহ ছাইরুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছেন র্যাব-৫ এর সদস্যরা। শনিবার দিবাগত রাতে রাজশাহীর নওদাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ সকালে তাকে শাহ মখদুম থানায় সোপর্দ করা হয়।
র্যাব-৫ এর ডিএডি তবিবুর রহমান জানান, তার নেতৃত্বে একটি দল শনিবার দিনগত রাত ১টার দিকে নওদাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় দু’টি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ও দু’টি সিমকার্ডসহ ছাইরুল ইসলামকে আটক করা হয়।
আটক ছাইরুল রাজশাহীর পাশ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঞ্চনতোলা গ্রামের অসীম উদ্দিনের ছেলে। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলার প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর কথা রয়েছে।
বিডি প্রতিদিন/১৮ জুন ২০১৭/হিমেল