প্রায় আড়াই বছর পর আবারও গাজীপুর সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক এম এ মান্নান। তিনি রবিবার দুপুর একটার দিকে সর্বোচ্চ আদালতের নির্দেশে নগর ভবনে এসে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেন। অন্যায়ভাবে তাকে দুই বছর সাড়ে চার মাস সিটি করপোরেশনের বাইরে রাখা হয় বলেও তিনি অভিযোগ করেন।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসা থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার হয়। প্রায় ২২ মাস জেলে থাকতে হয় তাকে। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৩০টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার আদালতের রায়ের কপি পাওয়ার পর তিনি আজ দায়িত্ব গ্রহণ করেন।
মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৭/মাহবুব