বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি মহাসচিবের ওপর আজকের হামলা প্রমাণ করে দেশে যত সন্ত্রাস হচ্ছে, সব ক্ষমতাসীন অাওয়ামী লীগ করছে।
রবিবার গুলশানের ইমানুয়েলস সেন্টারে ২০দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) অায়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন হামলাকারীদের শাস্তি দাবি করে বলেন, যেখানে বিএনপি নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণ কতটা নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না। বিএনপি নির্বাচনে যেতে চায়, তাই সরকার ভিতু হয়ে অামাদেরকে নির্বাচনের বাইরে রাখতেই এ হামলা-মামলা দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে।
তিনি অারো বলেন, অামরা ঈদের পর ছায়া সরকারের রূপরেখা ঘোষণা করবো। অাওয়ামী লীগ ৭৪ সালেও দুর্ভিক্ষ সৃষ্টি করেছিলো, এবারও চালসহ সবকিছুর মূল্য বৃদ্ধি করে অারেকটি দুর্ভিক্ষ সৃষ্টির পায়তারা করছে।
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি অাই এম ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে দলের যুগ্ম মহাসচিব এ এসএম শামীমের সঞ্চালনায় ইফতার মাহফিলে অারো উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অাব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, বিএনপি যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, জাপা প্রেসিডিয়াম সদস্য অাহসান হাবিব লিংকন, জাগপা সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধান প্রমুখ।