চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলায় এদের প্রত্যেকেই জেল খেটে সাম্প্রতিক সময়ে বের হয়ে আবারো চলে যায় সেই অপরাধ জগতে। গ্রেফতার ৬ জন হলো- মো. বাদশা (২৪), মো.জামাল (৩০), মো. সোহেল (২৭), মো. আলাউদ্দিন (৪২), কালু শেখ (২৬) ও মো. মুন্না (৩২)।
নগরীর পোস্তারপাড়ে আছমা খাতুন সিটি করপোরেশন স্কুলের পাশ থকে রবিবার গভীর রাতে তাদের গ্রেফতার হয় এবং তাদের কাছ থেকে পাঁচটি ছোরা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) এ এ এম হুমায়ন কবীর। তিনি বলেন, গ্রেফতার ৬ জন যে শুধু ছিনতাইয়ের সঙ্গে জড়িত এমন নয়। এদের মধ্যে তিনজনের মূল পেশা হচ্ছে পকেট থেকে মোবাইল নেওয়া। দু'জন রিয়েল ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ে জড়িত। গরু চুরি ও ছিনতাইয়ে আছেন একজন। ঈদকে কেন্দ্র করে তারা বড় ধরনের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার