রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুরের এক বাসা থেকে এক গৃহবধূর হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম পারুল বেগম (২৬)। নিহত পারুলের বাড়ি বাগেরহাটের কচুয়ায়। তার স্বামী বাদল একটি বেরসকারি প্রতিষ্ঠানের গাড়িচালক।
সোমবার দুপুরে নামা শ্যামপুর বড় মসজিদের পাশে ভুট্টুর বাড়ির চতূর্থ তলার ফ্ল্যাট থেকে পারুলের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান কদমতলী থানার পরিদর্শক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম বলেন, “হাত-মুখ ওড়না ও গেঞ্জি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায় পারুলকে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ”
ময়নাতদন্তের জন্য পারুলের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন