চট্টগ্রামে ছিনতাইকারীরা চলন্ত রিকশায় ব্যাগ টান দেওয়ায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া শিরিন আক্তার (২৪) নামে এক তরুণী ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন।
সোমবার রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, শিরিন মাথায় মারাত্মক চোট পেয়েছিলেন। তিনি হাসপাতালের সিসিইউতে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
গত ১৩ জুন রাত পৌনে ৮টার দিকে রাতে নগরীর জামালখানে আইডিয়াল স্কুলের সামনে শিরিন ছিনতাইকারীদের কবলে পড়েন।
শিরিনের নিকটাত্মীয়া নেবুয়ত আরা সিদ্দিকা বলেন, গ্রামের বাড়ি পটিয়া থেকে শিরিন ঈদের কেনাকাটার জন্য নগরীর ব্যাটারি গলিতে বোনের বাসায় এসেছিলেন। বাসা থেকে বেরিয়ে শিরিন ও তার বোন রিকশায় করে টেরিবাজারের দিকে যাচ্ছিল। রিকশা আইডিয়াল স্কুলের সামনে পৌঁছার পর পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারী শিরিনের ভ্যানিটি ব্যাগ টান দেয়। এসময় শিরিন নিজেকে সামলাতে না পেরে রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান।
বিডি প্রতিদিন/১৯ জুন ২০১৭/এনায়েত করিম