রাজধানীর আদাবর থেকে অস্ত্র-গুলিসহ একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।
মঙ্গলবার সকালে তিনি জানান, গতকাল সোমবার বিকেলে রাজধানীর আদাবর থানাধীন বায়তুল আমান হাউসিংয়ের সামনে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন রিপন (২৩) নামের একজনকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আজ আদাবর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৭/ওয়াসিফ