চট্টগ্রামের বাশঁখালির জালিয়াখালী ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে এক ইউপি সদস্যের গুলিতে ৩ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- একই এলাকার আবদুল গফুরের ছেলে আনসার আলী (৪৫), হারুনুর রশিদের ছেলে মোস্তাক আহমেদ (৩০) ও আবদুর গফুরের ছেলে আমান উল্লাহ (৫০)।
আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের নায়েক মোহাম্মদ সাহাবউদ্দিন। তিনি বলেন, বাঁশখালী থেকে গুলিবিদ্ধ ৩ জনকে চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ইউপি সদস্য জামাল উদ্দিন ও তার অনুসারীদের শর্টগানের গুলিতে তারা আহত হয়েছেন বলে জানিয়েছেন আহতদের আত্মীয়-স্বজনরা। এর আগে সোমবার রাতে উপজেলার পশ্চিম খামারঘোনা ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, স্থানীয় ইউপি সদস্য ও প্রতিপক্ষ অনুসারীদের মধ্যে গুলিবিনিময়ে ৩ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ কোন ধরণের অভিযোগ করেননি বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার