সিলেট নগরীর মাছিমপুর থেকে লুণ্ঠিত টাকা ও ইলেক্ট্রনিক্স জিনিসপত্রসহ জামাই ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মাছিমপুর শুটকি বাজার সংলগ্ন আজাদ মিয়ার কলোনির বাসিন্দা আরিফ আলী (২৬) ও তার শাশুড়ি জামিলা খাতুন (৪০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, কয়েকদিন আগে নগরীর কাজিটুলাস্থ একটি অফিস থেকে নগদ টাকা, ট্যাব ও কিছু ইলেকট্রনিক্স সামগ্রী চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে আরিফ আলী ও তার শাশুড়ি জামিলাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত দুই লাখ টাকা, ১৪টি ট্যাব, ১০টি চার্জার ও চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/২০ জুন, ২০১৭/ফারজানা