আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-আলম-হানিফ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তারা অতীতের মত দেশে আবারও হত্যা, সন্ত্রাস-নৈরাজ্য ও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করবে।
আজ মঙ্গলবার বিকেলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) কর্মচারী লীগের এক বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপিকে ক্ষমতা থেকে যোজন যোজন দূরে রাখতে হবে। তা না হলে তারা অতীতের মতো আবারও হত্যা, সন্ত্রাস-নৈরাজ্য ও জ্বালাও পোড়াও রাজনীতি শুরু করবে।
ডিপিডিসি শ্রমিক লীগের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/২০ জুন ২০১৭/এনায়েত করিম