চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিদেশি এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। নগরীর একটি রেস্টেুরেন্টে রবিবার রাতে ধর্ষণের ঘটনার অভিযোগে মামলা দায়ের করেন সেই ছাত্রী।
মঙ্গলবার ধর্ষক আরিফুর রহমানকে (২৪) আমবাগানের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান খুলশী থানার ওসি শেখ মো.নাসির উদ্দিন। এর আগে
খুলশী থানার ওসি শেখ মো.নাসির উদ্দিন বলেন, ধর্ষিতা ছাত্রী শ্রীলংকার নাগরিক। তার বয়স আনুমানিক ২৪ বছর। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) এমবিবিএস পঞ্চম বর্ষের ছাত্রী। ধর্ষক আরিফুর খুলশী মার্টের কর্মচারি। বাড়ি পঞ্চগড় হলে থাকে আমবাগান এলাকায়।
তিনি আরও বলেন, ঐ ছাত্রী নিয়মিত খুলশী মার্টে বাজার করতেন। তখনই ছাত্রীর সঙ্গে আরিফের পরিচয় ও বন্ধুত্ব হয়। তবে মামলার পর মঙ্গলবার সকালে ধর্ষিতা ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ২১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১