প্রাকৃতিক ও মানবিকভাবে বিপর্যস্ত রাঙামাটিতে ত্রাণ ও ওষুধ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) একটি মেডিকেল টিম পাঠিয়েছে।
গত মঙ্গলবার মেডিকেল টিমটি এ সব ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে কাপ্তাই নৌপথ হয়ে রাঙামাটি পৌঁছায়। মেডিকেল টিম রাঙামাটি সরকারি কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ রোগীদের ওষুধসহ স্বাস্থ্যসেবা দেন।
স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের এই সময়ে স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ত্রাণ ও ওষুধ নিয়ে রাঙামাটিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছি। ইতোমধ্যে একটি কলেজের আশ্রয়কেন্দ্রে অসুস্থদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাছাড়া সেহেরিতে পৌর এলাকার দুটি আশ্রয়কেন্দ্রের দুশতাধিক মানুষকে খাবার দেওয়া হয়।