পাহাড় ধস এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনাকে ‘অনভিপ্রেত, অপ্রীতিকর’ উল্লেখ করে আওয়ামী লীগের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন অদম্য গতিতে এগিয়ে চলছে তখন বিএনপি দেশকে পিছিয়ে দিতে অপরাজনীতি আর মিথ্যাচারের রাজনীতি করা শুরু করেছে। সেদিন তাঁদের গাড়ির ধাক্কায় দু’জন পথচারী আহত হয়। এনিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা উত্তেজিত জনতার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চায়। যে কারনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। অথচ এই ঘটনা আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করে।
তিনি বলেন, আমরা সন্ত্রাসী রাজনীতি করি না। সন্ত্রাসী রাজনীতি করে বিএনপি। এই অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি না করার জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ আরও বলেন, বিগত নির্বাচন না করায় বিএনপি আইসিইউতে চলে গেছে। আগামীতে নির্বাচনে না গেলে তাদের মৃত্যু ঘটবে। আমরা চাই না, খালেদা জিয়ার হাতে বিএনপির মৃত্যু ঘটুক। আমরা চাই, তারা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে তাদের আসতেই হবে। আর এই নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে।
এর আগে, গত রবিবার রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে মির্জা ফখরুলসহ বিএনপি ৫ নেতা আহত হন।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৭/মাহবুব