চট্টগ্রাম নগরের জালাম খান রোডে চলন্ত রিকশায় ব্যাগ টান দিয়ে পড়ে মৃত্যু হওয়া তরুণীর মৃত্যুর ঘটনায় এরশাদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে নগরের আবেদিন কলোনির বাসা থেকে আটক করা হয়। এরশাদের বাসা থেকে ৪৫টি ভ্যানিটি ব্যাগসহ ছিনতাইয়ের বিপুল পরিমাণ আলামত পাওয়া যায়। রাতেই জিজ্ঞাসাবাদের পর তাকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এরশাদ পুলিশকে জানিয়েছে, গত ১৩ জুন সন্ধ্যায় ইফতারির পর এরশাদ এবং এক সহযোগী মোটরসাইকেল নিয়ে ছিনতাইয়ে বের হয়। এরশাদ মোটরসাইকেল চালাচ্ছিল। জামালখান রোডে চলন্ত রিকশায় বসা তরুণীর ব্যাগ টান দেয় মোটরসাইকেলের পেছনে বসা এরশাদের সহযোগী। তারা ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত ১৩ জুন ছিনতাইয়ের শিকার হওয়া তরুণী শিরিন আক্তারের (২৪) ব্যাগ টান দিলে তিনি রাস্তায় পড়ে যায়। এতে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর ছয়দিন চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান। এ ঘটনায় শিরিনের ভাই সৈয়দুল আলম বাদি হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।