রাজধানীর ডেমরায় আজ বিকেল সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন- আরিফুজ্জামান (৪০) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (১৫)। জানা যায়, নিহত আরিফুজ্জামান একজন পুলিশ সদস্য। সে ঢাকা জর্জ কোর্টের জিআর সেকশনের একজন কর্মকর্তা। আর সুমাইয়া স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
ডেমরার নিজ বাসা থেকে যাত্রাবাড়ী বোনের বাসায় যাওয়া পথে দেল্লা বাসস্ট্যান্ডে গাড়ির চাপায় সুমাইয়া ঘটনাস্থলেই মারা যায়। আর আহত আরিফুজ্জামানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার