চট্টগ্রামে ঈদ জামাতে ছাতা ও জায়নামাজ ব্যতিত অন্য কোনো কিছু সঙ্গে না আনতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন নগর পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার। তিনি বলেন, বৃষ্টির দিন বিধায় ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু আনবেন না। এমনকি মোবাইল ফোনও না।
আজ চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার ঈদ। আর তা না হলে পরদিন মঙ্গলবার। এজন্য রবিবার সকালে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন শেষে নগরবাসীর প্রতি এ আহ্বান জানান।
ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনা নেই উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, তারপরেও কোনো কিছুকে ছোট করে না দেখে আমরা সর্বোচ্চ ভাবে প্রস্তুত আছি। কোনো আগাম সংবাদ পাওয়া গেলে যাতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি।
বন্দরনগরীতে ৪০৩টি ঈদ জামাতের মধ্যে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ঈদ জামাতকে নগরীর বড় জামাত বিবেচনা করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৭/মাহবুব