রাজধানীর উত্তরায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উত্তরার আজমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- রাসেল মাহমুদ (২৯), আমির হোসেন (১৯) এবং ফয়সাল হোসেন (২৬)।
উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সাবু জানান, আজমপুর এলাকায় এক নারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৮ জুন, ২০১৭/ ই জাহান