রাজধানীর যাত্রাবাড়ীর নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রী জান্নাত আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে শনির আঁখড়ার গোবিন্দপুর স্কুল সংলগ্ন মতিনের টিনসেড বাসায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, রাতে মা রিনা আক্তারের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় জান্নাতের। এরপর সে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। রাত সাড়ে ১১টায় অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত