রাজধানীর বনানীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে যাওয়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় দুইটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভিআইপি ২৭ নামের ওই বাসটি গাজীপুর থেকে আজিমপুর রোডে যাতায়াত করে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জানান, আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার বাসটি রেকার দিয়ে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/ফারজানা/আরাফাত