গাজীপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চান মিয়া (৩০) এবং মজনু মিয়া (২৭) নামের দুইজনকে আটক করেছে র্যাব।
র্যাব-২ এ কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের কামারজুরি রোড ও হারিকেন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা মুদি ব্যবসার আড়ালে জেএমবির জন্য সদস্য হিসেবে কাজ করতো।
বিডি প্রতিদিন/৩০ জুন, ২০১৭/ফারজানা