চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাইরোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জান্নাতুল ফেরদৌস (১২) ও মোবারক (২২)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন বলেন, বাস (চট্ট-মেট্রো-ব ১১-০২৭৮) ও অটোরিকশাটি আটক করা হয়েছে।
চমেক হাসপাতালের নায়ক হামিদুর রহমান বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে পটিয়া থেকে চারজনকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নেয়া হয়েছে। এরপর জান্নাতুল ফেরদৌস ও মোবারককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/আরাফাত