রাজধানীর তুরাগ এলাকার একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহরিয়ার হোসেন (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় তুরাগের দিয়াবাড়ির ২ নং ব্রিজের পাশের ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
শাহরিয়ার উত্তরার আজমপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং ঢাকার একটি কলেজের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শাহরিয়ার ও তার পাঁচ বন্ধু ওই পুকুরে সাঁতার কাটতে যান। পুকুরে নেমে শাহরিয়ার পানিতে তলিয়ে যান। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৩০ জুন ২০১৭/হিমেল