বরিশালের উজিরপুরের ধামুরা বন্দর সংলগ্ন খালে ইটবোঝাই ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙে নদীতে পড়ে ব্রিজের ওপর থাকা পথচারী ও কার্গোর শ্রমিকসহ শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ জন আহত হয়েছেন। ব্রিজের ধ্বংসাবশেষ অংশ পড়ে ইটবোঝাই ট্রলারটিও ডুবে যায়। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনার পর ট্রলার মালিক মোবারেক বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর দিবাগত গভীর রাত পর্যন্ত চলে উদ্ধার অভিযান। তবে পানির নিচে কেউ নিখোঁজের আলামত না পাওয়ায় রাতেই অভিযোগ সমাপ্ত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, মাদারীপুর থেকে প্রায় ১০ হাজার ইটবোঝাই করে স্টিলের তৈরি একটি ট্রলার ধামুরার উদ্দেশ্যে যাচ্ছিলো। সন্ধ্যার আগ মুহূর্তে ট্রলারটি ধামুরা মাছ বাজার সংলগ্ন ব্রিজ অতিক্রম করছিলো। খালে স্রোতের তোড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বাজার সংলগ্ন ব্রিজের নীচের একটি পিলারে ধাক্কা দেয়। এতে পিলারটি বিধ্বস্ত হয়ে ব্রিজের বিশাল অংশ ভেঙে পড়ে। এবং সেই অংশ আবার ট্রলারের ওপর পড়লে ইটবোঝাই ট্রলারটি তাৎক্ষণিকভাবে ডুবে যায়।
এসময় ব্রিজের ওপর পথচারী ও কার্গোতে থাকা শ্রমিকরা সাঁতরে উঠলেও অন্তত ১৩ জন আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে বরিশাল ও উজিরপুর ফায়ার সার্ভির উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে। দুর্ঘটনার পরপরই পুলিশ ট্রলার মালিক মোবারেক বেপারীকে আটক করে।
ব্রিজ ভেঙ্গে ট্রলার ডুবির খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ সরকারি কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় উদ্ধার অভিযান শেষে বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, তারা ডুবে যাওয়া ট্রলারটি এবং ব্রিজের ভেঙে পড়া স্লাবের নীচে তল্লাশি করেছেন। কাউকে পাওয়া যায়নি। এরপর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে ইটগুলো উঠিয়ে মালিক ট্রলারটি উদ্ধার করবে বলেও তিনি জানান।
এলজিইডি জেলার নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন খান জানান, আয়রণ স্ট্রাকচারের উপর পাকা স্লাবের সেতুটি ২০ বছরের পুরনো। ট্রলারের ধাক্কায় ব্রিজটি ভেঙে গেছে। এই ব্রিজ দিয়ে পথচারী এবং হালকা যানবাহন চলাচল করতো। পাশেই ভারি যানবাহন চলাচলের ব্রিজ রয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ায় চলাচলে সমস্যা সমস্যা হবে না বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৭/মাহবুব