সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- উপজেলার বিয়ালীবাজার কায়েস্তগ্রামের মনিদ্র বর্ধনের ছেলে মিশুক বর্ধন (২৩) ও উপজেলার ইসলামপুর গ্রামের কামাল হোসেনের পুত্র আসাদুজ্জামান মনসুর (২৪)।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম ও এসআই সালাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি নাজমুল হকের নির্দেশনায় মঙ্গলবার ভোর রাতে স্থানীয় কাসিম আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশ থেকে এ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ইয়াবা সেবনের সরঞ্জামাদি ও নগদ ৪৮৮০ টাকা ও রেজিস্ট্রেশনবিহীন সিঙ্গার ১২৫ সিসি একটি মোটর সইকেল উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত