স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে আমির হোসেন সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, এক মাস আগে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণ করে কয়েকজন যুবক। এ ঘটনায় আগেও দু জনকে গ্রেফতার করা হয়। তারা জবানবন্দিতে সুমনসহ কয়েকজনের নাম বলে। বাকি আসামীদের গ্রেফতার করতে হালিশহর থানা পুলিশ পিবিআইকে অনুরোধ করে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন