রেলওয়ের স্টক ভেরিফিয়ার (এসভি) বা মালামালের হিসাব মিলাতে গিয়ে নিজেদের স্টাফের হাতে মারধর ও কিল-ঘুষির শিকার হয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের খোন্দকার জিলানী নামের একজন অডিটর।
চট্টগ্রাম রেলের প্রকৌশল বিভাগের কর্মকর্তা (আইডব্লিউ) আবু হানিফ পাশা কর্তৃক মারধরের পর জখম হয়ে গুরুত্বর আহত অবস্থায় বর্তমানে রেলওয়ে হাসপাতালের ১নং কেবিনে ভর্তি আছেন জিলানী।
বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আহত জিলানীর সহকর্মী অডিটর জামাল উদ্দিন।
রেলের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে রেলের দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
রেলের বিভিন্ন কর্মকর্তা ও অডিটররা জানান, উক্ত ঘটনার পর থেকেই রেল অঙ্গনে অডিটরদের মধ্যে এক চাপা ক্ষোভ চলছে। দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। দায়িত্বরত কর্মকর্তাকে এভাবে মারধর, কিল-ঘুষি মারতে পারেন না তিনি। এ ঘটনায় দোষী ব্যক্তি আবু হানিফ পাশার বিভাগীয় শাস্তি না হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও জানান অডিটররা।
এছাড়া, শ্রমিক লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সিরাজুল ইসলাম হাসপাতালে দেখতে যান এবং প্রধান অর্থ উপদেষ্টা কামরুন নাহারের সাথে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
তবে অভিযুক্ত ব্যক্তি রেলের প্রকৌশল বিভাগের ষোলশহর রেল স্টেশনের কর্মকর্তা (আইডব্লিউ) আবু হানিফ পাশা বিষয়টি অস্বীকার করে সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে দাবি করেন।
কিল-ঘুষি বা মারধরের শিকার অডিটর খোন্দকার জিলানী বলেন, স্টক ভেরিফিয়ার (মালামাল মিলানো) করার জন্য মালামালগুলো দেখাতে বললে অনীহা প্রকাশ করেন আইডব্লিউ হানিফ। এসময় উত্তেজিত হয়ে হানিফ আমাকে উপর্যুপরি মারধর, কিল-ঘুষি মারতে থাকে। এসময় ভয়ে দ্রুত স্থান ত্যাগ করে অফিসে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করি। শারিরিক অবস্থা খারাপের দিকে গেলে রেলওয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান