চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক বছরের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ কোটি ৫৫ লাখ টাকা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে। আজ হোল্ডিং ট্যাক্সের চেক মেয়র আ জ ম নাছিরের হাতে তুলে দেন বন্দরের সদস্য (অর্থ) কামরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন বন্দরের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল আলম, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
চেক গ্রহণকালে মেয়র বলেন, দেশের অর্থনীতির স্বর্ণদ্বার বন্দর। বন্দরকে সর্বোচ্চ ব্যবহার করে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। বন্দর কর্তৃপক্ষ, কর্মকর্তা ও কর্মচারী এবং শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ থাকলে চট্টগ্রাম বন্দরকে কোনো মহল রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে বন্দরকে অস্থিতিশীল করতে পারবে না। সততা ও দেশপ্রেম থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়নের চাকাকে স্তব্ধ করতে পারবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার