নারায়ণগঞ্জ সিটি করপোরেনের প্যানেল মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন আফরোজা হাসান বিভা, মতিউর রহমান মতি ও মিনোয়ারা বেগম মিনু।
বুধবার দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের মাসিক সভা শেষে ওই ভোট সম্পন্ন হয়। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলরসহ মেয়র হচ্ছেন ভোটার। তাদের মধ্যে মেয়র সেলিনা হায়াৎ আইভী সহ ৩৫জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন একজন কাউন্সিলর। একটি ভোট বাতিল হয়েছে।
প্যানেল মেয়র -১ পদে জয়ী হয়েছেন সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভা। তিনি পেয়েছেন ১৬ ভোট। প্রতিদ্বন্দ্বী ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ৫ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু পেয়েছেন ১৩ ভোট।
প্যানেল মেয়র-২ পদে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে প্যানেল মেয়র-৩ পদে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা হলেন মিনোয়ারা বেগম মিনু, শারমিন হাবিব বিন্নী ও আয়েশা আক্তার দিনা। কাউন্সিলরদের ভোটে মিনু ও বিন্নী ১৩টি করে ভোট পান। দিনা পান ৮ভোট। পরে আইভী ভোট দিলে ১৪ ভোটে জয়ী হন মিনু।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন