অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কনফেকশনারি আইটেম তৈরি করার দায়ে ইকবাল সুইটমিট এন্ড কনফেকশনারী ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসন ও বিএসটিআইর ভেজাল বিরোধী এ অভিযান পরিচালনা করে। এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও কনফেকশনারি আইটেম তৈরি করছিল ইকবাল সুইটমিট। তাই তাদের জরিমানা করা হয়। এছাড়া সনদবিহীন যন্ত্রপাতি ব্যবহার করে বেকারি ও কনফেকশনারি আইটেম প্রস্তুত বন্ধ করার জন্য প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার